শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লায় হিফজ মাদরাসা শিক্ষার্থীদের সবকগ্রহণ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

কুমিল্লার বদরপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী বদরপুরী বলেছেন, পবিত্র কুরআনের হাফেজগণ মহান আল্লাহর প্রিয়পাত্র। শিশুদের সুন্দর চরিত্র, উন্নত মেধা ও মননের অধিকারী করার জন্য তাদেরকে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। পবিত্র কুরআন মজীদের শিক্ষা থেকেই আজকের শিশুরাই আগামী দিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে ও শিরক, বি’দাতমুক্ত সমাজ গড়ে তুলবে। পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অবস্থিত সাওতুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাওতুল কুরআন হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ আলহাজ হমায়ুন কবীর পাহাড়পুরী, কুমিল্লার মুরাদনগরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক জহিরুল ইসলাম হাসানপুরী, কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল্লাহ, ডা. মাওলানা জাহিদ হাসান খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন রংধনু’র ভাইসচেয়ারম্যান শাওন আহমেদ শাফী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন