শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইএসের হামলা প্রতিহত করেছে হাশদ আশ-শাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশের জার্ফ আল-সাখার এলাকায় আইএসের একটি হামলা প্রতিহত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংগঠনটির কমিউনিকেশন অফিস থেকে বলা হয়েছে, আল-জাজিরা অপারেশন কমান্ডের মাধ্যমে আইএসের হামলা প্রতিহত করা হয়। এর আগে এই সন্ত্রাসী গোষ্ঠী বেশ কয়েকবার ওই এলাকার হাই ভোল্টেজ টাওয়ারে হামলা চালিয়েছে। পবিত্র কারবালা শহরে যাওয়ার জন্য জার্ফ-আল সাখার এলাকাটি হচ্ছে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রবেশপথ। ২০১৪ সালে হাশদ আশ-শাবি অপারেশন আশুরা নামে একটি অভিযান চালায় এবং সেই অভিযানে তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে এলাকাটি মুক্ত হয়। অভিযানে নেতৃত্ব দেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেনেন্ট জেনারেল কাসেম সোলাইমানি। অভিযানে দায়েশের ৪০ জন শীর্ষ পর্যায়ের নেতা এবং ২০০ সন্ত্রাসী নিহত হয়েছিল। সন্ত্রাসীরা ১৩৬টি বোমা হামলার পরিকল্পনা করছে বলে খবর পাওয়ার পর জেনারেল সোলাইমানির নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। তিন বছর আইএস-বিরোধী লড়াইয়ের পর ২০১৭ সালে ইরাক তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা দেয়। তবে সন্ত্রাসীরা নতুন করে আবার সংগঠিত হয়ে সহিংসতা চালানোর চেষ্টা করছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন