মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৫৩ শতাংশ হামলা বেড়েছে মুসলিমদের ওপর ফ্রান্সে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফ্রান্সে মুসলিমদের ওপর হামলা আগের যেকোনো সময়ের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফ্রান্সের ন্যাশনাল অবজারভেটরি অব ইসলামোফোবিয়া জানিয়েছে, দেশটিতে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মুসলিমদের ওপর হামলা ৫৩ শতাংশ বেড়েছে। খবর দ্য নিউ আরবের। সংস্থাটি জানিয়েছে, ২০২০ সালে মুসলিমদের ওপর ২৩৫টি হামলার ঘটনা ঘটেছে। এর আগের বছর ১৫৪টি হামলার ঘটনা ঘটেছিল। রাজধানী প্যারিসসহ রোন-আল্পস, পাকা এবং ইলে-দে-ফ্রান্স অঞ্চলে অধিকাংশ হামলার ঘটনা ঘটেছে। অবজারভেটরির প্রেসিডেন্ট আব্দুল্লাহ জেকরি বলেছেন, ফ্রান্সে ধর্মকে পরিচালনা প্রতিষ্ঠানগুলোকে আমাদের ধর্ম এবং ধর্মীয় আচরণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সেই অনুযায়ী আচরণের আহবান জানাচ্ছি। এদিকে মসজিদের ওপরও হামলার ঘটনা বেড়েছে বলেও জানিয়েছেন জেকরি। তিনি বলেন, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মসজিদে হামলার ঘটনা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফ্রেঞ্চ কাউন্সিল অব মুসলিম ওরশিপের (সিএফসিএম) সদরদপ্তরে ২০২০ সালে ৭০টি হুমকি সম্বলিত চিঠি পাঠানো হয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, ইসলাম এবং মুসলিমদের বিরদ্ধে ঘৃণা বাড়ছে। ইসলাম এবং সন্ত্রাসবাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সা¤প্রতিক সময়ে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে সমালোচনার মুখে পড়েছে ফরাসি সরকার। চলতি বছরের জানুয়ারিতে ৯টি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে, ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদের’ বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ইসলাম আর সন্ত্রাসবাদকে ফ্রান্স সরকার গুলিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন সমালোচকরা। উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠী রয়েছে। দেশটিতে মুসলিমের সংখ্যা প্রায় ৬০ লাখ বলে জানা গেছে। এসব মুসলিমের অধিকাংশই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। দ্য নিউ আরব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন