শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুইস ব্যাংকে পাচার সাড়ে পাঁচ হাজার কোটি টাকা

ফিরিয়ে আনতে রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গতকাল সোমবার অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস এ রিট করেন।

রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট ১৫ জনকে বিবাদী করা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে সাড়ে ৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এ তথ্যের সপক্ষে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত বেশকিছু প্রতিবেদন সংযুক্ত করা হয়। এসব প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী সে দেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। ২০১৭ সালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার থেকে অর্থ পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ না থাকার ফলেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বাড়ছে। সুইস ব্যাংকগুলোতে সারা বিশ্ব থেকেই বিপুল পরিমাণ অবৈধ অর্থ রাখা হয় বলে দুর্নাম রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) তথ্য অনুযায়ী, ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে মানি লন্ডারিং হচ্ছে। এছাড়া প্রবাসীরা যারা বিদেশে কাজ করেন তাদের অনেকেই সেখানে আয় করে সুইস ব্যাংকগুলোতে জমা রাখছেন। সব অর্থই যে দেশ থেকে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Md Arif ২ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৯ এএম says : 0
সুইস ব্যাংক পরে, আগে ইন্ডিয়ার ব্যাংকে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো আনার ব্যবস্থা করেন
Total Reply(0)
Somoresh Roy ২ ফেব্রুয়ারি, ২০২১, ২:০০ এএম says : 0
টাকাগুলো উদ্ধার করে গরীব মানুষদের ভাতা দেওয়া হোক
Total Reply(0)
নে হা ল ২ ফেব্রুয়ারি, ২০২১, ২:০০ এএম says : 0
ভালো উদ্যোগ
Total Reply(0)
নাজমুল ২ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৯ এএম says : 0
এমপি হওয়ার পূর্বে যা ইনভেস্ট করে জনগণের মাঝে,,,তার ইন্টারেস্ট কি "আসলে-সুধে" উঠিয়ে সুইচ ব্যাংকে রাখবেনা???
Total Reply(0)
নওরিন ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৫ পিএম says : 0
অর্থ পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন