মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সব কিছু ঠিক থাকলে বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিতে আগামীকাল মধ্যরাতে আজারবাইজানের বাকু’র উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে জাতীয় দাবা দল। সেখানেই ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে দাবার সর্বোচ্চ এ প্রতিযোগিতা। বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দাবা দল ওপেন এবং মহিলা বিভাগে অংশ নেবে। ফিদের ট্রাভেল ফান্ড থেকে বাংলাদেশ দাবা ফেডারেশন নয় হাজার তিনশো ইউরো (আট লাখ ২১ হাজার ৯৪২ টাকা) অনুদান পাওয়ায় অলিম্পিয়াডে দল পাঠাতে তাদের পক্ষে সহজ হচ্ছে। অতীতের মত এবারও দাবাড়–দের পাশাপাশি বেশকিছু কর্মকর্তা যাচ্ছেন অলিম্পিয়াডে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আসরের ওপেন বিভাগে চার গ্র্যান্ডমাস্টার যথাক্রমে নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর এবং মহিলা বিভাগে দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা এবং তিন মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, নাজরানা খান ইভা এবং জাকিয়া সুলতানা অংশ নেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন