শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কবরে পাওয়া গেল স্বর্ণের জিহ্বা বসানো মমি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

মিসরের বিখ্যাত তাপোসাইরিস ম্যাগনা মন্দির এলাকার পাশে খননকাজ চালানোর সময় ১৬টি পাথরের কবর খুঁজে পাওয়া গেছে। দুই হাজার বছর পুরোনো এই কবরগুলোর মধ্যে স্বর্ণের জিহ্বা বসানো একটি মমির পাওয়া যায়। ইউনিভার্সিটি অব সান্তো দমিনগোর অধ্যাপক ক্যাথলিন মার্টিনেজের তত্ত্বাবধানে গবেষকরা এই খননকাজ পরিচালনা করছিলেন। গবেষকদের বরাতে গণমাধ্যম জানিয়েছে, এই স্বর্ণের জিহ্বাযুক্ত মমিটির কঙ্কাল ও করোটির বেশিরভাগই অটুট রয়েছে। পাশাপাশি আবিষ্কৃত অন্য মমিগুলো এতটা ভালো না থাকলেও এদের সবগুলো পাথরের মুখাবরণ ঠিক রয়েছে। ফলে তাদের জীবদ্দশায় কে কেমন দেখতে ছিলেন তা তাদের মমিগুলো দেখে স্পষ্ট বোঝা যায়। স্বর্ণের জিহ্বা ছাড়াও একটি মমির মাথায় সাপ-খোদাই করা স্বর্ণের মুকুট মিলেছে। এছাড়া মমির গলায় স্বর্ণের হার পাওয়া গেছে যেখানে বাজপাখি খোদাই করা রয়েছে। স্বর্ণের জিহ্বা যুক্ত মমি নিয়ে গবেষকদের অনুমান, মৃত মানুষটি যেন কবরে গিয়ে মৃত্যুলোকের দেবতা আসিরিসের সঙ্গে কথা বলতে পারে, সে জন্যই তাকে স্বর্ণের জিভ দেয়া হয়েছিল। যখন এই মরদেহটিকে মমি দিয়ে আবৃত করা হয়েছিল, তখন এই জিহ্বা বসিয়ে দেয়া হয়। ডেইলি মেইল।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন