বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিবপুরে ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

শিবপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে ৯ ড্রাম বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গ্রামের সখী রানীর বসত বাড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখা এই মদগুলো উদ্ধার করে। জানা গেছে, গ্রামের সখী রানী দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে নরসিংদী জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। সে ভাত ও গমসহ বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে চোলাই মদ তৈরি করে মাটির নিচে পুঁতে রাখা ড্রামের ভিতর লুকিয়ে রাখত। কোন গ্রাহক গেলে মদ উঠিয়ে বিভিন্ন পাত্র ভরে বিভিন্ন স্থানে পাচার করত। ইয়াবা ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ছড়াছড়ির মধ্যে তার গোপন চোলাই মদের ব্যবসাটি ছিল জমজমাট। কিন্তু গোপন ব্যবসাটি শেষ পর্যন্ত আর গোপন থাকতে পারেনি। যে কোনভাবেই এই গোপন মদ ব্যবসার খবর শিবপুর পুলিশের কানে পৌঁছে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের সখী রানীর বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৯ ড্রামে প্রায় ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির সাথে জড়িতরা পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন