শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিজারিয়ান সেকশন উদ্বোধন

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত প্রসুতি মায়ের সিজারিয়ান অপারেশন সেকশন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে কমলনগরের চর ফলকন গ্রামের দিনমজুর শাহজাহানের স্ত্রী পান্না আক্তার নামের এক প্রসূতি মায়ের সফল অস্ত্রপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশন উদ্বোধন করেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল গাফফার চৌধুরী। তিনি নিজেই অস্ত্রপচার সম্পন্ন করেন। সফল অস্ত্রপচারে প্রসূতি মায়ের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন ডা. ইকবাল মাহমুদ, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু তাহের, শিশু বিশেষজ্ঞ ডা. নাসিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মো আমিনুল ইসলাম, ডা. ঈষিতা নন্দী, ডা. ওয়ালি উদ্দিন মাসুদ, নার্সিং সুপার জনাবা কুসুমরানী পাইকসহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ। নবজাতক ও মা উভয়ই সুস্থ রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহের পাটোয়ারী জানান, উপজেলা পর্যায়ের এ হাসপাতালে প্রসূতি মায়ের সফল অস্ত্রপচারে প্রয়োজনীয় সার্জারি চিকিৎসক, এনেসথেসিস্ট বিশেষজ্ঞসহ অনুমোদিত ৫০ শয্যার প্রয়োজনীয় জনবল বৃদ্ধিকরণসহ গণসচেতনতায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন