বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ৮৫ শতাংশ পূরণ

ভূমিহীন পুনর্বাসন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী নির্দেশনার আলোবে ভূমি মন্ত্রণালয় থেকে সারাদেশে ৩০৬৫ ভূমিহীন পরিবারকে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্বাসন করার অনুশাসনের ৮৫ শতাংশ পূরণ হয়েছে। কিছুদিনের মধ্যেই বাকি পরিবারকে পুনর্বাসন করা হয়ে যাবে। গতকাল বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় সভাপতি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে এ তথ্য জানানো হয়। ভূমিমন্ত্রী এ সময় কর্মকর্তাদের বলেন, ভূমি মন্ত্রণালয়ের কাজের গতি আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের আরও দক্ষতার সাথে কাজ করে জনগণের আস্থা ধরে রাখতে হবে। সভায় জানানো হয় আগামী সপ্তাহের মধ্যেই ঢাকার তেজগাঁওয়ে নির্মিতব্য ভূমি ভবন কমপ্লেক্স কিছু ভূমি অফিসের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ ছাড়া প্রতিটি বিভাগে বিভাগীয় ভূমি কমপ্লেক্স ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করার সিদ্ধান্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন