বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ওএমএসের এলাকা বাড়ল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) আওতা বেড়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে ওএমএসের আওতায় ভ্রাম্যমাণ আরও ৪টি ট্রাকের মাধ্যমে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চাল বিক্রি করছে খাদ্য অধিদফতর।

গতকাল বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ট্রাক প্রতি দৈনিক আরও ৩ মেট্রিক টন করে ১২ টন চাল বিক্রি করা হচ্ছে। ওএমএস খাতে ঢাকা মহানগরে এ, বি ও সি ক্যাটেগরিতে ১২৪টি বিক্রয়কেন্দ্রে দৈনিক এক থেকে দেড় টন আটা এবং এক টন চাল বিক্রি করা হয়। একই সঙ্গে শ্রমঘন ৪টি জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) মোট ১৪৭টি কেন্দ্রে দৈনিক দুই টন করে আটা এবং এক টন করে চাল বিক্রি করা হয়।

এছাড়াও অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে মোট ৪৩২টি বিক্রয় কেন্দ্রে দৈনিক এক টন করে চাল এবং এক টন করে আটা বিক্রি হয়ে আসছে। ইনোভেশন কার্যক্রমের আওতায় সচিবালয়ে দৈনিক দুই টন এবং মতিঝিল ও আজিমপুর এলাকায় দৈনিক কেন্দ্র প্রতি এক টন করে প্যাকেট আটা বিক্রি করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন