বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফ বাহারছরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের আনা হচ্ছে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৮ এএম

টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে।

এ প্রক্রিয়ায় ৮০০ জন রোহিঙ্গা নাগরিককে উখিয়ার রোহিঙ্গা শিবিরে স্থানান্তর করা হয়েছে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব ও পর্যটন এলাকা বিবেচনায় এই স্থানান্তর বলে জানা গেছে। পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবিরের বিভিন্ন ব্লক থেকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে যেতে ইচ্ছুক, এমন ৮০০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুককে বুধবার স্থানান্তর করা হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি) মাধ্যমে বেলা তিনটার দিকে এ স্থানান্তর কার্যক্রম শুরু হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা, বাহারছড়ার শামলাপুর ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী সচিব পুলক কান্তি চক্রবর্তী বলেন, সরকারের নির্দেশনায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

বাহারছড়ার শামলাপুর ক্যাম্পটি খালি করে রোহিঙ্গাদের উখিয়াসহ অন্য ক্যাম্পে নেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন