বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ নিয়ে আসছে অ্যাপল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৪:০১ পিএম

এবারের বসন্তে নিজস্ব গোপনতা নিয়ন্ত্রণ ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। ওই গোপনতা নিয়ন্ত্রণের অধীনে কোনো অ্যাপ ব্যবহারকারীকে গোপনে ট্র্যাক করতে পারবে না।

ইউএসএ টুডে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, টুলটির ব্যাপারে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে ফেসবুক। তাদের ভাষ্যে, এটি গোপনতার জন্য নয়, মুনাফার জন্য করা হয়েছে।’

অন্যদিকে ফেসবুক বলছে তারা আইফোন ও আইপ্যাডে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের কাছে তাদের কার্যক্রম ট্যাক করার অনুমতি চাইবে। যারা অনুমতি দেবেন তাদের আরো ‘পার্সোনালাইজড’ বিজ্ঞাপন দেখাবে সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের বিজ্ঞাপন ও ব্যবসায়িক সেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান লিভাই বলেন, অনুরোধে সম্মতি দেওয়ার মানে এই নয় যে ফেসবুক নতুন ধরনের ডেটা নিতে পারবে। কিন্তু আমরা মানুষকে আরো ভালো অভিজ্ঞতা দেওয়া অব্যাহত রাখতে পারবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন