বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে স্বামী ও সতিনের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২২ পিএম

নেছারাবাদে স্বামী সাইফুল ও তার দ্বিতীয় স্ত্রী করবির নির্যাতনের শিকার হয়ে প্রথম স্ত্রী ঝুমুর বেগম ও তার মা রওশনারা বেগম মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুধবার বিকালে উপজেলার রাজাবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝুমুর বেগমের বোন নুরজাহান বেগম ওইদিন রাতে সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ স্বামী সাইফুল, দ্বিতীয় স্ত্রী করবি ও ভাগ্নে শাওনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অন্য আসামীরা আত্ম গোপন করেছে।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা-গেছে, ১২/১৩ বছর পূর্বে রাজাবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে সাইফুলের সাথে তার বোন ঝুমরের বিয়ে হয়। তাদের নয় বছর ও তিন বছরের দুটি সন্তান রয়েছে। নানা অজুহাতে সাইফুলের সাথে ঝুমুরের প্রায়ই ঝগড়া বিবাদ হত এবং মারপিট করত। সাইফুল গত বছরের ২৮ফেব্রুয়ারী আমার বোনকে তালাক দিয়ে তা গোপন রেখে রীতিমত ঘর সংসার করে আসছিল। ঘটনার দিন দ্বিতীয় স্ত্রী করবিকে নিয়ে ঘরে তুললে উভয়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। খবর পেয়ে বাদীর মা ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে সাইফুল ও তার দ্বিতীয় স্ত্রী করবি ঝুমুরকে মারপিট শুরু করে। এসময় ঝুমরের মা বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
kamruzzamank136@gmail.com ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪০ পিএম says : 0
সাংবাদিক ভাই এবং প্রশাসনের লোকজনকে অনেক অনেক ধন্যবাদ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন