শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এক বছর পর মঞ্চে লোক নাট্যদলের নাটক

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ এএম

করোনার কারণে মঞ্চ নাটক বন্ধ থাকার পর আবার ধীরে ধীরে তা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম সারির বিভিন্ন নাট্যসংগঠন মঞ্চে ছুটির দিনগুলোতে নিয়মিতভাবে নাটক মঞ্চায়ন করছে। এবার দেশের অন্যতম প্রধান নাট্যসংগঠন লোক নাট্যদল (বনানী) প্রায় এক বছর পর দলের নিয়মিত প্রযোজনা দেশের সর্বাধিক মঞ্চায়িত সাড়া জাগানো হাসির নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ করতে যাচ্ছে। আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে মহিলা সমিতি মিলনায়তন, বেইলী রোডে নাটকটি মঞ্চস্থ হবে। ফরাসি নাট্যকার মলিয়েরের-এর বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে কঞ্জুস নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, ইউজিন গোমেজ, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবু তাহের লিটন আকাশ, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সাদেকুল ইসলাম, সোহেল মাসুদ প্রমুখ। পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী, আলোক পরিকল্পনা জি এম সিরাজুল হোসেন, আবহ সঙ্গীত অভিজিৎ চৌধুরী, নূর তাজমিন নীর, পিনাকী রঞ্জন সরকার, মঞ্চ ব্যবস্থাপনা আব্দুল আউয়াল খান/সোহেল মাসুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন