শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রুপার দাম বেড়ে যাওয়ায় রুপার তৈরি সব ধরনের ধাতব মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এর ফলে ৩ হাজার টাকা মূল্যের ধাতব মুদ্রা দাম বেড়ে হলো ৩ হাজার ৩০০ এবং ৩ হাজার ৫০০ টাকা মূল্যের রৌপ্য মুদ্রার দাম একবারে বেড়ে হলো ৪ হাজার টাকা। কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে মুদ্রার দাম বাড়ানোর এ তথ্য জানিয়েছে। এসব মুদ্রার অভিহিত মূল্য ১০ থেকে ১০০ টাকার মধ্যে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার রজতজয়ন্তী ও বাংলাদেশ ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষে তৈরি ৩১ দশমিক ৪৭ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হলো। বঙ্গবন্ধু সেতু উদ্বোধন উপলক্ষে ৯০ শতাংশ রুপা ও ১০ শতাংশ নিকেল দিয়ে তৈরি তিন হাজার টাকার মুদ্রার দাম বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে। বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী, বিদ্রোহী কবিতার ৯০ বছর উপলক্ষে তৈরি ২৫ গ্রাম ওজনের মুদ্রার দাম সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা করার কথাও জানায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও অন্যান্য স্বারক রৌপ্য মুদ্রার দামও সমন্বয় করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন