বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিনামূল্যে চক্ষু অপারেশন

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার হতদরিদ্র ২৩ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হয়েছে। নেত্রকোনা সমাজকল্যাণ সমিতি কর্র্তৃক পরিচালিত চক্ষু হাসপাতালের উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সাতপাইস্থ চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক, জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক আলহাজ মতিয়র রহমান খান, প্রবীণ চিকিৎসক ডা: এম এ হামিদ খান, নেত্রকোনা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক আলহাজ ছায়েদুর রহমান, নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ আব্দুল ওয়াহেদ, মধুমাছি কচি কাঁচা মেলার উপদেষ্টা আলাউদ্দিন খান, সুপ্র’র সভাপতি অধ্যাপক মতিন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেত্রী অর্পিতা খানম সুমীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপারেশন কার্যক্রম পরিচালনা করেন চক্ষু কনসালট্যান্ট ডা: পলাশ মজুমদার বাপ্পী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন