শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমির-এলির ডান্স রিহার্সালের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪২ এএম

বলিউড সুপারস্টার আমির খানকে ফের একবার বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তার ফ্যানেরা৷ ২০১৮ সালে শেষবার আমিরকে দেখা গিয়েছিল 'ঠগস অফ হিন্দোস্তান'-এ৷ সিলফার স্ক্রিনে আমির ফিরছেন 'লাল সিং চাড্ডা'র হাত ধরে৷ কিন্তু এছাড়াও আমিরকে দেখা যাবে আমিন হাজির 'কই জানে না' ছবিতে একটি স্পেশ্যাল নম্বরে৷
 
আমির খানকে সম্প্রতি এই ছবির শ্যুটে কোমর দোলাতে দেখা গেল গ্ল্যামারস এলি আব্রামের সঙ্গে৷ এলির লাস্যময়ী স্টেপের সঙ্গে আমিরের যুগলবন্দির একটি ছোট্ট লিক ভিডিও ইনস্টাগ্রামে আসতেই তা ভাইরাল হয়ে গেল ঝড়ের গতিতে৷ ভিডিও-তে আমিরকে লেয়ার্ড কালো জ্যাকেট-শার্টের সঙ্গে ধূসর রঙের প্যান্টে৷ অন্যদিকে এলির পরনে ছিল রূপালি সিকুইনড ড্রেস৷
 
'কই জানে না' একটি সাইকোলজিক্যাল থ্রিলার৷ ভূষণ কুমার প্রযোজিত এই ছবিতে রয়েছেন কুনাল কাপুর ও আমাইরা দস্তুর৷ সূত্র মারফত পাওয়া খবরে পিঙ্কভিলা জানাচ্ছে যে, একটি ক্লাব সংয়ে পারফর্ম করবেন আমির৷ যেহেতু তিনি বলিউডের মিস্টার পারফেকসনিস্ট, সেজন্য কয়েক দিন বস্কো মার্টিনের টিমের জন্য নাচের রিহার্সালও করছেন৷ আমির এরকমই, চরিত্রের প্রয়োজনে সবসময় নিজের সেরাটা উজার করে দেন তিনি৷ দেখেন না চরিত্রের দৈর্ঘ্য কত'টা৷ এজন্যই তিনি হয়তো বাকিদের থেকে আলাদা৷
1 Attached Images
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rupee ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৮ এএম says : 0
ইনকিলাব পত্রিকা এত নীচে নেমে গেছে তা বুঝতে পারিনি।এই জাতীয় শিরোনাম ও এখন ইনকিলাবকে করতে হয়!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন