শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুর শহরের গোয়ালচামট ১০৩নং মৌজায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক বাড়ি নির্মাণ করছে একই এলাকার জামাল মৃধা নামের জনৈক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন বাড়ির সীমানাবর্তী হাবিবুর রহমান। তিনি জানান, ২০১৩ সাল থেকে জমির সীমানা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হতেই জোরপূর্বক বাড়ি নির্মাণ করছে জামাল মৃধা। হাবিবুর রহমান পুনরায় আদালতকে অবগত করলে অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত, ফরিদপুর গত ৩০ জুন পরবর্তী শুনানী না হাওয়া পর্যন্ত ভবন নির্মাণে স্থগিতাদেশ দেন। কিন্তু জামাল মৃধা আদালতের আদেশ অমান্য করে একতলার ছাদ ঢালাই ও দোতলার কাজ করছে। গত সোমবার দুপুরে হাবিবুর রহমান কাজে বাঁধা দিলে তাকে মারধর ও হুমকি প্রদান করে বলে অভিযোগ করেন। এ বিষয়ে জামাল মৃধা জানান, আমি আমার জমির উপরে বাড়ি নির্মাণ করছি। হাবিবুর রহমান যে মামলা করেছেন সেই জমির আলাদা প্লট, দাগ নম্বর আলাদা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন