শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

সিঙ্গাপুরের সার্ভারে ডাটা জট, বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিঘ্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৬ পিএম

সিঙ্গাপুরের সার্ভারে ডাটা জটের কারণে গতকাল (শুক্রবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে। এই সময় সব ধরনের ইন্টারনেট সার্ভিসে এই সমস্যা হয়। বিশেষ করে ব্রডব্যান্ড সংযোগের সংকট বেশি হয়।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিবি) সভাপতি আমিনুল হাকিম জানান, সিঙ্গাপুরে ক্লাউডে ডাটা জটের কারণে বাংলাদেশ ইন্টারনেট সেবায় বিঘ্ন হয়। অনেক এলাকায় ইন্টারনেট স্পিড একেবারেই স্লো হয়ে যায়।

তিনি আরো জানান, সিঙ্গাপুরে যোগাযোগ করে তারা জেনেছেন সন্ধ্যার পর সমস্যা নিরসন হয়েছে। যদিও এই সমস্যাটিকে সাবমেরিন ক্যাবলের কোনো সমস্যা বলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জানায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন