শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আমিরাত-বাহরাইন নিয়ে জোট গড়বে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে নিয়ে ইরান বিরোধী জোট গঠনে এগিয়ে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইল হায়োমের বরাত দিয়ে আরব ফোরটি এইট ডটকম এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, নেতানিয়াহু তার আমিরাত ও বাহরাইন সফরকে ইরান বিরোধী জোট গঠনে কাজে লাগাতে চায়। তবে বুধবার ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, নিজের পরিকল্পিত গালফ দেশগুলোতে সফর আপাতত স্থগিত করেছেন নেতানিয়াহু। করোনাভাইরাসের বিস্তার রোধে ইসরাইল নতুন করে লকডাউন দেয়ার পর নেতানিয়াহু তার সফর স্থগিত করলেন। এই লকডাউনের অংশ হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দরও বন্ধ করে দেয়া হয়েছে। ইসরাইল হায়োম জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রায় সুস্পষ্ট উস্কানি দেখতে পাচ্ছে ইসরাইল। এছাড়া ইরানের ওপর থেকে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা এবং ওয়াশিংটনের পরমাণু চুক্তিতে ফেরত আসার মতো বার্তা দেখে ইসরাইল খুবই চিন্তিত। এদিকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন আগামী দুই সপ্তাহ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়াল্লাহ জানিয়েছে, সিরিয়ায় ইরানের অবস্থান এবং মধ্যপ্রাচ্যে তাদের সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের কাছে ‘সংবেদনশীল গোয়েন্দা তথ্য’ শেয়ার করবেন কোহেন। ফোরটি এইট ডটকম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন