শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হরতালে বাস-মিনিবাস চালানোর ঘোষণা ঢাকা সড়ক পরিবহন সমিতির

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ডাকা আজকের হরতাল উপেক্ষা করে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। পাশাপাশি যাত্রী পাওয়াসাপেক্ষে আন্তঃজেলা রুটেও গাড়িগুলো চলাচল করবে বলে নিশ্চিত করেছে পরিবহন মালিকদের এই সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ সকল পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় জামায়াতে ইসলামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকে রাজনৈতিক অঙ্গনে পুনরায় অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। জামায়াত আহূত এই হরতালকে ইস্যুবিহীন উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, খোড়া অজহাতে ডাকা এ হরতাল দেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা কোনোভাবেই মেনে নেবে না বরং ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে। পরিবহন মালিক-শ্রমিক এই হরতাল প্রত্যাখ্যান করে আজ বুধবার রাজধানী ও এর আশপাশের শহরতলীতে বাস ও মিনিবাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ হরতালের দিন গাড়ি চলাচলে যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন