শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নির্বাচনী লড়াইয়ে ফাতাহকে ঐক্যবদ্ধের চেষ্টায় আমিরাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফিলিস্তিনের আসন্ন সাধারণ নির্বাচনে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বিভক্ত ফাতাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় নেমেছে সংযুক্ত আরব আমিরাত। নির্বাচনে হামাসকে পরাজিত করতে মিসর ও জর্দানের সাহায্য নিয়ে আবুধাবী ফাতাহর নেতৃত্বকে পুনর্গঠনের কাজ করছে বলে প্রকাশিত এক প্রতিবেদনে জানায় ব্রিটেনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আরাবি পোস্ট। প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও জর্দান ফাতাহ, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চাপ দিচ্ছে বহিষ্কৃত ফাতাহ নেতা মোহাম্মদ দাহলান ও তার সমর্থকদের দলে ফিরিয়ে নিতে। মাহমুদ আব্বাস ২০১১ সালে ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার সংশ্লিষ্টতার অভিযোগে দাহলানকে ফাতাহ ও ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য পদ থেকে বহিস্কার করেন। বিচার এড়াতে মোহাম্মদ দাহলান ওই সময় সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন। আরাবি পোস্টের কাছে সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন আরব রাষ্ট্র ফাতাহ থেকে দাহলানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে নাজাত আবু বকর, নাইমা আল-শেখ, আদলি সাদিক, তাওফিক আবু-খানসা, মাজিদ আবু-শাম্মালাহ, নাসের জুমা, আবদুল হামিদ আল-মাসরি, সুফিয়ান আবু-জায়দেহ ও রাশিদ আবু শাবককে দলে ফিরিয়ে নিতে ফাতাহ নেতৃত্বকে রাজি করায় চেষ্টা চালাচ্ছে। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন