শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। দরপতনের পাশাপাশি কমেছে সব সূচক, লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে এদিন উভয় পুঁজিবাজারে আর্থিক ও শেয়ার লেনদেন কিছুটা বেড়েছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৩টি কোম্পানির ১৮ কোটি ৭০ লাখ ৮৯ হাজার ৬৯২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৪৩টির, কমেছে ২২৪টির এবং ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমান দাড়াঁয় ৭৭১ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৫৪ লাখ টাকা।
অন্যদিকে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৫০৪ পয়েন্টে নেমে আসে। ডিএসই শরিয়া সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ২৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট কমে ২ হাজার ৯১ পয়েন্টে নেমে আসে।
অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২৪টি কোম্পানির ১ কোটি ২১ লাখ ৬৮ হাজার ৬৬৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৩০টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪২৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৯০৪ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ৪৪ কোটি ২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন বৃহস্পতিবার সিএসইতে ৩৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন