শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাইতিতে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেয়ার দাবি প্রেসিডেন্টের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

হাইতির প্রেসিডেন্ট জুভিনিল মইজিকে হত্যা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে এমন দাবি করা হয়। দেশটির বিচারমন্ত্রী রকফেলার ভিনসেন্ট জানিয়েছেন, অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় বিচারক ও জাতীয় পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন। প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রাসাদের নিরাপত্তা প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনহানি করাই এসব লোকের লক্ষ্য ছিল। তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী জোসেফ জুথি বলেছেন, ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট মইজিকে গ্রেপ্তার এবং অস্থায়ী প্রেসিডেন্ট নিয়োগের পরিকল্পনা করেছিল। দেশটির জাতীয় পুলিশ বাহিনীর পরিচালক লিওন চার্লস বলেছেন, কর্মকর্তারা ডকুমেন্ট, অর্থ ও অস্ত্র আটক করেছে। যেসব ডকুমেন্ট পাওয়া গেছে সেখানে শীর্ষস্থানীয় ওই বিচারকের বক্তব্য পাওয়া গেছে। তাকে অন্তর্র্বতী নেতা বানানোর পরিকল্পনা করা হয়েছিল। সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে। মইজির দাবি, তার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। তবে বিরোধীরা বলছেন, রবিবারই তার মেয়াদ শেষ হয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন