আজ সঙ্গীতশিল্পী ও অভিনেতা আগুনের জন্মদিন। ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মরহুম খান আতাউর রহমান। আগুন বলেন, ‘জন্মদিনে আব্বা-আম্মাকে খুব মিস করি। বয়স এতো হয়ে গেছে, এ নিয়ে কখনোই ভাবিনি। এখনো মাঝে মাঝে আমার নিজেকে সেই ছোট্ট আগুনটিই মনে হয়। চেষ্টা করেছি বাবার আদর্শে নিজেকে গড়ে তুলতে। আমার বড় ছেলে মিছিলও এখন একজন গায়ক, আমার বিশ^াস ও আমার চেয়েও অনেক ভালো করবে। কারণ গানের প্রতি তার রয়েছে প্রবল ভালোবাসা। ভীষণ ভালো লাগছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পার হচ্ছে। আমারও বয়স ৫০ পূর্ণ হলো। সবমিলিয়ে বাংলাদেশ আর আমি কেমন যেন সৃষ্টির শুরু থেকেই একটা অন্যরকম সম্পর্কে সম্পৃক্ত। এমন সোনার বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাবো না। সবাই আমার জন্য দোয়া করবেন।’ আগুনের কন্ঠে এখন পর্যন্ত সিনেমার বাইরে সবচেয়ে জনপ্রিয় গান ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’। এটি লিখেছিলেন আগুন এবং সুর করেছিলেন আইয়ূব বাচ্চু। সিনেমার গানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান গেয়ে আগুন ১৯৯৩ সালে ঈর্ষণীয় জনপ্রিয়তা পান। তারপর আরও অনেক সিনেমায় প্লেব্যাক করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে খান আতাউর রহমানের ‘এখনো অনেক রাত’, শাহ আলম কিরনের ‘একাত্তরের মা জননী’, হুমায়ূন আহমেদ’র ‘ঘেটুপুত্র কমলা’। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে আগুনকে শুভেচ্ছা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন