শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রুনির লক্ষ্য রাশিয়া বিশ্বকাপ

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রয় হজসনের বিদায়ের পর কানাঘুষো হচ্ছিল ইংল্যান্ড দলে ওয়েন রুনির অধিনায়কত্ব নিয়ে। কিন্তু সবাইকে চমকে দিয়ে নতুন কোচ স্যাম অ্যালারডাইস অধিনায়ক হিসেবে রুনিকেই বহাল রাখেন। এরপর এই প্রথম রুনির সংবাদ সম্মেলনে আসা। এসেই সবাইকে চমকে দিলেন। রাশিয়া বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন বলে জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
৩০ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘রাশিয়া বিশ্বকাপই সঠিক সময় হবে আন্তর্জাতিক ফুটবলকে আমার বিদায় জানানোর। আমি এটা মনস্থির করে ফেলেছি।’ দেশের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘আমি জানি কিছু করে দেখানোর জন্য রাশিয়া বিশ্বকাপই আমার শেষ সুযোগ। সুতরাং আমি চেষ্টা করছি এই দুই বছর খেলাটাকে উপভোগ করতে এবং আশা করছি ততদিনে ইংল্যান্ডের হয়ে নিজেকে অনেক উঁচুতে নিতে পারব।’
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় গোলরক্ষক পিটার শিলটন, ১২৫টি। তবে ১১৫ ম্যাচে ৫৩ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা রুনি। রবিবার ¯েøাভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামলে ডেভিড বেকহ্যামকে (১১৫ ম্যাচ) টপকে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন