শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডিসেম্বর ২০১৯’র আগে উহানে করোনা ছিল না : ডব্লিউএইচও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

২০১৯ সালের ডিসেম্বরের আগে উহানে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব ছিল বলে প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল। এছাড়া এই ভাইরাস কোনো প্রাণি থেকে মানবদেহে ছড়িয়ে পড়ার সপক্ষেও কোনো তথ্যপ্রমাণ পাননি তারা। চীন সফর শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা জানায়।এর আগে বিভিন্ন সময় নানা পক্ষ থেকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিস্তারের জন্য নানাভাবে চীনকে দায়ী করা হয়েছে। বহু ষড়যন্ত্র তত্ত¡ও হাজির করা হয়েছে। যেখানে দেশটির উহান শহরের একটি বাজার থেকেই প্রথম এই ভাইরাস ছড়িয়ে পড়ে বলে চীনা কর্তৃপক্ষই জানিয়েছিল। ওই মাংসের বাজারে অবৈধভাবে বন্যপ্রাণি বেচাকেনা হতো। রোগ শনাক্ত হওয়ার পরপরই কর্তৃপক্ষ বাজারটি বন্ধ করে দেয়। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন