বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্বীকৃতি থেকে সরছেন না বাইডেনও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অধিকৃত গোলান মালভ‚মিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কাছাকাছি গিয়েও থেমে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøংকিন। তবে ওই ভূখন্ডটি ইসরাইলির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। অর্থাৎ ওই ভুখন্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্বে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি থেকে সরে আসছেন না তার উত্তরসূরি জো বাইডেনও। ২০১৯ সালে ওই মালভ‚মিকে ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প। যেটিকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গত কয়েক দশকের সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হয়েছে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ওই অঞ্চলটি দখল করে নেয় ইসরাইল। আর ১৯৮১ সালে নিজেদের ভুখন্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় অবৈধ ইহুদি রাষ্ট্রটি। যদিও আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত তেমন স্বীকৃতি মেলেনি। সিএনএনকে ব্লিনকিন বলেন, বাস্তবতার নিরিখে এই পরিস্থিতিতে গোলান মালভ‚মির নিয়ন্ত্রণ ইসরাইলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আর বৈধতার প্রশ্ন ভিন্ন কিছু। ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতিতে যদি পরিবর্তন আসে, যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এসব কিছু ধারে-কাছে নেই। তিনি বলেন, সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া ও প্রেসিডেন্ট বাসার আল আসাদ ইসরাইলের জন্য বড় হুমকি। রয়টার্স, সিএনএন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন