বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের তান্ডব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড পুর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তান্ডব চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। সোমবার সকালে ৪৭ বসতি স্থাপনকারী ইসরাইলি পুলিশের ছত্রছায়ায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তান্ডব চালায় বলে জেরুসালেম ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে জানায়। বিবৃতিতে বলা হয়, মসজিদের আল-মুগারবা গেট দিয়ে প্রবেশ করে তারা তান্ডব চালায়। এর আগে রোববার এক শ’ ছয় ইহুদি বসতি স্থাপনকারী পুলিশের নিরাপত্তা নিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। ২০০৩ সাল থেকেই ইসরাইলি কর্তৃপক্ষ বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনি ধর্মীয় কর্তৃপক্ষের আপত্তি ও সতর্কতা সত্তে¡ও ইহুদি বসতি স্থাপনকারীরা মসজিদে প্রবেশ করে উস্কানিমূলক আচরণ করে আসছে। সারাবিশ্বের মুসলামানরা জেরুসালেমের আল-আকসা মসজিদকে তাদের পবিত্র স্থান হিসেবে বিবেচনা করেন। মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীর পরেই মুসলমানদের কাছে আল-আকসার অবস্থান। অন্যদিকে, ‘টেম্পল মাউন্ট’ হিসেবে ইহুদিদের কাছে পরিচিত এই স্থানটি তাদের কাছে পবিত্র স্থান। ইহুদিদের দাবি, প্রাচীন দুইটি ইহুদি মন্দির এর নিচে অবস্থান করছে। ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর ইসরাইলি বাহিনী মসজিদুল আকসাসহ পুরো জেরুসালেম শহর দখল করে নেয়। তখন থেকেই মসজিদটি ইসরাইলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েনি শাফাক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন