শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নবনির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর শপথ কাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫৪ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র এম. রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলররা শপথ নেবেন আগামীকাল বৃহস্পতিবার। রাজধানী ঢাকার ওসমানী মিলনায়তনে বেলা ১১টায় এ শপথ অনুষ্ঠান হবে।


ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।

অন্যদিকে কাউন্সিলরদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এম তাজুল ইসলাম শপথ পাঠ করাবেন।

গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

নির্বাচন ভোট পড়েছে ২২ শতাংশ।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হন। তারা আওয়ামী লীগের মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী। কাউন্সিলর পদে বিএনপির কোন প্রার্থী বিজয়ী হননি।
চসিকের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে নির্বাচন হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন