শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সহিংসতার যে ভিডিও ফুটেজ ট্রাম্পের অভিসংশনে নতুন মোড় আনলো!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:২৬ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশনের বিচারে নতুন মোড় দেখা দিয়েছে। সহিংসতার নতুন ভিডিও ফুটেজ সিনেটে দাখিল করা হয়েছে।আর তাই অভিযোগ আরও জোরালো হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।বুধবার (১০ ফেব্রুয়ারি) সিনেটে ডেমোক্রেটের প্রতিনিধি দলের প্রসিকিউটর জেমি রাসকিন তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে ৬ জানুয়ারির সহিংসতার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। -এনপিআর, নিউইউর্ক টাইমস
সিনেটে দাখিল ১৩ মিনিটের সেই ভিডিওতে সেদিনের কিছু চাঞ্চল্যকর ঘটনা উঠে আসে। ভিডিওর একটি অংশে দেখা যায়, মার্কিন সিনেটর মিট রোমনি দাঙ্গার খবর পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশের একজন অফিসার একটি দরজার কাছে আক্রমনকারীদের হামলার স্বীকার হয়ে কাতরাতে থাকে। এমনকি সহিংসতায় নিহত আসলি বেবিটের হত্যাকান্ডের স্পষ্ট ভিডিও ফুটেজও উঠে আসে এই ভিডিওতে। ফুটেজের আরেক অংশে দেখা যায়, হামলাকারীদের সমর্থন দিয়ে ট্রাম্প বলেন, “Go home. We love you. You’re very special.” বিবিসির বরাতে জানা যায়, জেমি রাসকিন ভিডিও প্রসঙ্গে সরাসরি অভিযোগ এনে বলেন, ট্রাম্পই হামলাকারীদের পাঠিয়েছে। সহিংসতার আগে ট্রাম্প আন্দোলনকারীদেরে দাঙ্গা বাঁধাতে উস্কে দিয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন