বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভেজাল মুক্ত পণ্য নিশ্চিতকরণে ময়মনসিংহে ব্যবসায়ীদের মতবিনিময়

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩৬ পিএম | আপডেট : ৭:৩৬ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২১

ময়মনসিংহের ভেজাল মুক্ত পণ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা করেছে কসমেটিকস ব্যবসায়ী সমিতি। বুধবার রাত সাড়ে ৯টায় নগরীর বারীপ্লাজা মার্কেটের নিচ তলায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কসমেটিকস সমিতির সভাপতি কাজী নজরুল ইসলাম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ফখরু উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহ আলম।


প্রধান অতিথির বক্তেব্য শাহ আলম বলেন, ভেজাল প্রতিরোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আপনারা নকল পণ্য চিহ্নিত করে প্রশাসনকে অবহিত করুন। ভেজাল প্রতিরোধে অভিযান চলবে। এ সময় তিনি আরো বলেন, ভেজাল পণ্য কিনে কোন ব্যক্তি প্রতারিত হলে অভিযোগ প্রমাণ সাপেক্ষে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে প্রণোদনা দেয়া হবে।

সভায় সভাপতির বক্তব্যে কসমেটিকস সমিতির সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন, বর্ডার দিয়ে পণ্য আসছে। আমরা কিছু করতে পারছি না। আশা করছি সরকার দেখবে। নজরদারী করবে। আমরা চাই ওয়ার হাউজের মাধ্যমে পণ্য আসবে। আমরা আগামী প্রজন্মের কাছে ভেজাল মুক্ত পণ্য রেখে যেতে চাই।

সভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ কনজুমার এসোসিয়েশনের সভাপতি এড. আবুল কাশেম, সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, বারী প্লাজা মার্কেটের সভাপতি লিটন আহমেদ রানা, সাধারণ সম্পাদক মিঠু সরকার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন