শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি প্রতারিত কৃষক

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জে হোসেনপুরে জাল টাকার ছড়াছড়িতে প্রতারিত হচ্ছে এলাকার কৃষকরা। সীমান্তের ওপার থেকে অবাধে পাচার হয়ে আসছে জাল টাকার নোট। এ কাজের সাথে জড়ির রয়েছে একটি সংঘবদ্ধ চোরাচালানী চক্র। তারা বিভিন্ন কৌশলে জাল টাকার নোটগুলি বাজারে ছড়াচ্ছে। এতে হোসেনপুর উপজেলার হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা পড়েছেন চরম বিপাকে। ফলে প্রতিদিন কেউ না কেউ জাল টাকা নোট হাতে পেয়ে প্রতারিত হচ্ছেন। বিশেষ করে সাধারণ কৃষকরা তাদের কৃষি পণ্য অথবা গরু-ছাগল, ভেড়া বিক্রি করতে এসে জাল নোট ব্যবসায়ীদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন বেশির ভাগ মানুষ। পাচার হয়ে আসা এই নোটগুলির মধ্যে রয়েছে পঞ্চাশ, একশত, পাঁচশত ও এক হাজার টাকার নোট। তবে এর মধ্যে পাঁচশত টাকার নোট ছড়ানো হচ্ছে বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন