বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাবিতে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবহাওয়া বিজ্ঞান বিভাগে স্থাপিত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন করেছেন ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের ছাদে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্টেশন উদ্বোধন করেন।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাবি ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদ্যাপনের ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন একটি বড় ধরনের সংযোজন। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ব্যবহারের মাধ্যমে আবহাওয়া, পরিবেশ, জলবায়ু ও বায়ুমন্ডল বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারবেন। এর মাধ্যমে আবহাওয়া, বায়ুমন্ডল, কৃষি, মৎস্য এবং সমুদ্র বিজ্ঞান বিষয়ক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন