শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পরিবেশ দূষণ: চট্টগ্রামে ৮ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫৩ এএম

পরিবেশ দূষণের দায়ে কারখানা সুপারশপসহ চট্টগ্রামের আটটি প্রতিষ্ঠানকে চার লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই জরিমানা করেন।

তিনি বলেন, শব্দ দূষণ, বায়ু দূষণ, তরল বর্জ্যে আশপাশের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
বায়ু দূষণের অপরাধে দক্ষিণ হালিশহরের হাইডেলবার্গ সিমেন্টকে এক লাখ টাকা, নাসিরাবাদের বায়েজিদ স্টিলকে ৫০ হাজার টাকা, শব্দ দূষণের অপরাধে হালিশহরের স্বপ্ন সুপার শপকে ৫০ হাজার টাকা ও একই কারণে কর্ণফুলী ইপিজেডের ন্যাচারাব এক্সেসরিজকে ৫৫ হাজার টাকা জরিমনা করা হয়েছে।

এছাড়া বর্জ্য শোধনাগার (ইটিপি) বন্ধ রেখে তরল বর্জ্যে দূষণের দায়ে নাসিরাবাদের কেডিএস টেক্সটাইল মিলসকে এক লাখ টাকা, কালুরঘাটের সিনথেটিক এডেসিভকে ৫০ হাজার টাকা, পতেঙ্গার এম জে এল বাংলাদেশ নামের কারখানাকে পাঁচ হাজার টাকা এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় নগরীর আকবরশাহ এলাকার তৈয়ব ডেইরি ফার্মকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন