বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার বরুড়ায় গতকাল বুধবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল-এর বিদায়কালীন মতবিনিময় সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লুৎফুন নাহার নাজীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী, পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ আবদুর রহিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার, তদন্ত আজম উদ্দিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মজিদ, আগানগর কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইউনুছ ওয়াজেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল হক ও কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন