শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি দখলে নিতে হয়রানির অভিযোগ থানায় জিডি

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে পোশাক কারখানার এক কর্মকর্তাকে হয়রানির অভিযোগ উঠেছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন একটি পোশাক কারখানার পরিচালক আজাহার মিয়া। এ ঘটনায় তিনি মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। সাভার পৌর এলাকার দিলখুশাবাগ মহল্লার বাসিন্দা পোশাক কারখানার কর্মকর্তা আজাহার মিয়া জানান, প্রায় ৭ বছর যাবৎ টাট্টি মৌজায় ৫ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছি। তাজরিন বিল্ডার্স-এর মালিক জাহিদ হোসেন আমার এ সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার পাঁয়তারা করছিল। তখন আমি বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডাইরী করি। পরে কোন সুরাহ না হয়ে সহকারী জজ আদালতে (সাভার) দেওয়ানী মোকদ্দমা (৩২৯/২০১৩) দায়ের করা হয়। তিনি আরও জানান, আমার জমি দখলে নিতে না পেরে এখন আমার নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাকে জামায়াত ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তুলছে। এমনকি অন্যের বাড়ি দখলে নেয়ার কথা বলেও অপপ্রচার চালাচ্ছে। তবে অন্যের বাড়ি দখলের অভিযোগ উঠায় গত সোমবার ঘটনাস্থলে পুলিশ এসে মিথ্যা অভিযোগ প্রমাণিত হওয়ায় চলে যায়। তবে যার বাড়ি দখলের মিথ্যা অভিযোগ তুলেছে সেই মহিউদ্দিন বলেন, আমার জমি আমি স্বেচ্ছায় দিয়েছি আজাহার মিয়াকে। সে আমার জমিতে বিল্ডিং নির্মাণ করে দিবে বিনিময়ে সে ৬০ ভাগ শেয়ার নিবে এ ধরনের একটি চুক্তিপত্র হয়েছে। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ রটেছে তা সত্য নয়। সাভার মডেল থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আজাহার মিয়ার নামে যেসকল অভিযোগ তোলা হয়েছে তা সবই মিথ্যা। তাকে হেয় করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। তবে আজাহার মিয়া লিখিত অভিযোগ দিলে আমরা মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব বলেন পুলিশের এই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন