শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নরসিংদীতে ৮ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনজুর এলাহী ও নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী প্রচারণা শেষে তারা শহরের বাদীর মোড় এলাকায় পৌঁছলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। নরসিংদী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে এবং গ্রেফতার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত দুই দিনে বিএনপি›র ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চালানো হয়েছে অন্তত ১৫ বাড়িতে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস চৌধুরী সুমন, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক তুষার, বেলাবো যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন মাস্টার। এছাড়া পুলিশ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রনির বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে পায়নি। পরশু রাতে রেব পরিচয়ে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ অভিযোগ করেছেন যে, সরকারি দলের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার এটা হচ্ছে প্রাথমিক পদক্ষেপ। বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বিএনপি সমর্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
এ ধরনের তল্লাশি ও গ্রেফতারের কারণে বিএনপি সমর্থিত ভোটাররা ভোটকেন্দ্রে যাবে না এই ধরনের চিন্তা থেকেই বিএনপি নেতাকর্মীদের কে গ্রেফতার করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন