শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কম্পিউটারের দোকানেও করা যাচ্ছে টিকার রেজিস্ট্রেশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১:১১ পিএম

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য অনলাইনে খুব সহজেই রেজিস্ট্রশন করা যাচ্ছে। যাদের বাসায় ল্যাপটপ কম্পিউটার বা স্মার্টফোন নেই, কিংবা যারা এসব থাকার পরেও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই ২০-৩০ টাকা খরচ করে রেজিস্ট্রেশন করতে পারছেন।

রেজিস্ট্রেশন করতে প্রয়োজন হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ও নিজের মোবাইল নাম্বার। রেজিস্ট্রেশন করার সময় নিজের মোবাইল নাম্বারে কনফার্মেশন কোড পাঠানোর মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে।

এর আগে করোনার টিকা গ্রহণের জন্য স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়। গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অনলাইন রেজিস্ট্রশন সহজে করা যাচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আগে থেকে নিবন্ধন করে আসবেন শুধু তাদেরই টিকা দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD Akkas ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৩ পিএম says : 0
টিকার মূল্য কত? এটা কি গরীব মানুষের নাগালের বাইরে ! জানালে ভালো হতো। যেহেতু আমাদের দেশে গরিবের সংখ্যা বেশি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন