শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কোনো জাদুমন্ত্রে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৫ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ কোনো জাদুমন্ত্রে হয়নি। এর জন্য পরিকল্পিতভাবে আমাদের পরিশ্রম করতে হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া-আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি। যারা এ বিষয়ে জানে না, তারা তো সমালোচনা করবেই।

আজ শনিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে কর্মপরিকল্পনা বিষয়ে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় পৌরসভা মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

তিনি আরও বলেন, আমাদের সংক্রমণের হার ২ থেকে ২ দশমিক ৬ শতাংশ। মৃত্যুহার দেড় শতাংশ। অথচ আমেরিকাতে মৃত্যু হার ৪ পাঁচ শতাংশে ঠেকছে। আমাদের সুস্থতার হার নব্বই শতাংশ।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ হলো পৃথিবীর ২০০ দেশের মধ্যে ছয় নম্বর দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে। একটা ল্যাব থেকে এখন দেশে ২০৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে বলেই নব্বই শতাংশ বেড খালি এখন। সত্তর শতাংশ আইসিইউ খালি। মোট রোগী এখন ১৩০০। সতোরো কোটি লোকের মধ্যে আইসিইউতে রোগী রয়েছে মাত্র ২০০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MMR ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪২ পিএম says : 0
"Alhamdulillah," can you say that at least before you begin talking about this outbreak. Allah is in control on corona virus. Corona virus is a disease ordained by the Almighty Allah which has perhaps been sent by Allah because of the disobedience and sins of mankind. Scholars say since the virus is “a decree of Allah” it has to be dealt with “in accordance with the teachings of the Holy Prophet,” with recitation of prayers, more Quran reading and giving alms for repentance. Although, the safety guidelines issued by health organizations, doctors and other health experts must be observed and all safety precautions followed to the best of one’s abilities, but at the same time, we must not forget reliance upon Allah while desisting from panic, leaving Islamic injunctions or committing actions which could, Allah forbid, amount to religious rebellion or become the cause of spreading anxiety and psychological fear among the people. I hope and pray that our health minister will learn it pretty soon ishAllah. Ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন