শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আগ্রহ হারানোর শীর্ষে সিএপিএম আইবিবিএল ফান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থান দখল করেছে। বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ডিএসইতে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে মিউচ্যুয়াল ফান্ডটি। সপ্তাহজুড়ে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডে দাম কমেছে ১৬ দশমিক ৩৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে তিন টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২০ টাকা ৮০ পয়সা। এদিকে বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ছয় কোটি ৭৮ লাখ তিন হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে এক কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৭৯ শতাংশ। ১২ দশমিক ৭৬ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এম আই সিমেন্ট।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- জিএসপি ফাইন্যান্সের ১১ দশমিক ৮৬ শতাংশ, সোনালী আঁশের ১১ দশমিক ৮১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১১ দশমিক ৪৩ শতাংশ, সিটি ব্যাংকের ১০ দশমিক ৮৯ শতাংশ, ফারইষ্ট ফাইন্যান্সের ১০ দশমিক ৭৭ শতংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১০ দশমিক ৭১ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের ১০ দশমিক ৩৭ শতাংশ দাম কমেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন