বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় নবম শ্রেনির স্কুল ছাত্রীকে অপহরণকারি আটক

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেনির এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগে অপহরনকারী ওই ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কালারবাড়ি গ্রামে। এঘটনায় আজ রবিবার অপহরনকারীসহ ৩ সহযোগীর বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি অপহরন ও ধর্ষণের মামলা হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার কালারবাড়ি গ্রাম থেকে ডাক্তারের কাছে যাওয়ার পথে কালারবাড়ি নয়াবাড়ি গ্রামের বিদেশ প্রবাসী আকন খান ও বাগধা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী সুমাইয়া খানম (১৪) কে অপহরণ করে একই গ্রামের চাঁনমিয়া খানের ছেলে ট্রাক ড্রাইভার সফিক খান (২৬)। ওই স্কুল ছাত্রীর মা মুক্তা বেগম বলেন ৮ ই ফেব্রুয়ারী বিকেলে আমার স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া খানমকে নিয়ে নারায়নখানা বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিলাম এসময় গ্রামের উত্তর পাশে ইটের রাস্তায় পৌছালে সফিক খান,সামিম খান ও সাহজালাল খানসহ আরো কয়েকজনে মিলে আমাকে আঘাত করে একটি মাইক্রোবাসে আমার মেয়ে সুমাইয়াকে তুলে নিয়ে যায়। আমরা কোটালীপাড়া থানায় অভিযোগ করার পর পুলিশ অনুসন্ধান করে মেয়েকে উদ্ধার এবং অপহরনকারি সফিককে আটক করে। তিনি আরো বলেন সফিক দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্যাক্ত করে আসছিল এঘটনার প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে সুমাইয়াকে অপহরন করে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান জানান গতকাল পুলিশ মেয়ে- ছেলেকে উদ্ধার করেছে, এঘটনায় স্কুল ছাত্রীর মা মুক্তা বেগম বাদি হয়ে অপহরন ও ধর্ষণের অভিযোগ এনে আজ রবিবার দুপুরে একটি মামলা দায়ের করেছেন আসামী সফিক খানকে কারাগারে ও ভিকটিমকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন