মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশে ম্যাচ খেলতে চায় ভারতীয় জুনিয়র হকি দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫৬ পিএম

বাংলাদেশে এসে ৬টি প্রীতি ম্যাচ খেলতে চায় ভারতীয় জুনিয়র হকি দল। ইতোমধ্যে ভারতীয় হকি ফেডারেশন তাদের এই আগ্রহের কথা বাংলাদেশ হকি ফেডারেশনকে (বাহফে) জানিয়েছে। ভারতের আগ্রহে বাহফে সম্মতিও দিয়েছে বলে জানা গেছে। এখন ম্যাচগুলোর সূচি ও প্রতিপক্ষ নিয়ে আলোচনা করবে বাহফে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, আগামী মে মাসে ঢাকায় হতে পারে ম্যাচগুলো।

আগামী জুনে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) হকি টুর্নামেন্টের খেলা। এর আগে ভারতীয় দল ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসলে বাংলাদেশের জন্য তা হবে ইতিবাচক। অন্তত জুনিয়র এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে পারবে লাল-সবুজরা। বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় দলের কোচ মামুন-উর রশীদও তাই মনে করেন। তার কথায়,‘যদি ভারতীয় জুনিয়র দল ঢাকায় এসে ছয়টি প্রীতি ম্যাচ খেলে তাহলে তা হবে আমাদের জন্য বড় পাওয়া। বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপের আগে এমন সুযোগ পেলে আমার ছেলেরা নিজেদের পরখ করে নিতে পারবে। দেখি আমাদের ফেডারেশন শেষ পর্যন্ত কি করে।’

বাহফের সহ-সভাপতি ও জাতীয় দলের প্রধান নির্বাচক সাজেদ এএ আদেল বলেন, ‘ভারতীয় জুনিয়র দল আগামী মে মাসে ঢাকায় এসে আমাদের জুনিয়র দলের বিপক্ষে খেললে বরং সুবিধাই হবে। আমি নির্বাচক হিসেবে তাই মনে করি। কেননা পরের মাসে আমাদের এখানে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপের খেলা হবে। এই টুর্নামেন্টে খেলার আগে আমাদের প্রস্তুতিটা ভালো হওয়া চাই।’

বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন সব কিছু চূড়ান্ত হওয়া এখনও বাকি আছে। ভারতের প্রস্তাবে বাংলাদেশ রাজী হয়েছে ঠিকই, কিন্তু ম্যাচের দিনক্ষণ ও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। তিনি বলেন,‘ভারতীয় জুনিয়র হকি দল আমাদের এখানে এসে খেলতে চায়। তাদের এই প্রস্তাবে আমরা সম্মতি জানিয়েছি। তবে তাদের বিপক্ষে কারা খেলবে, তা পরে ঠিক হবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন আমাদের কাজ করতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন