বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হকিতে বড় চমক!

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় হকি দলের জন্য যেখানে একজন বিদেশি কোচ পাওয়া কষ্টের ছিল, সেখানে এখন চারজনকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। দেশের হকিতে এটা বড় চমক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর। তিনি বলেন, ‘জার্মান থেকে কোচ এনে বেতন দিলেই শুধু চলবে না, আমি চাই আমাদের খেলোয়াড়দের সর্বরকম ট্রেনিংয়ের ব্যবস্থা।  সেটি দেশে কিংবা বিদেশে। কোচদের বলেছি ইউরোপে আমাদের ২৫ জন খেলোয়াড়কে রেখে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে কমপক্ষে ছয়টি প্রাকটিস ম্যাচ খেলাতে হবে। সবকিছুই থাকবে প্যাকেজের আওতায়। আমি টাকা দিতে প্রস্তুত। যদি এই প্যাকেজে কোচরা রাজী থাকেন, তখনই চুক্তি হবে।’
ইতোমধ্যে বাংলাদেশ হকিতে যুক্ত হতে ঢাকায় এসেছেন জার্মান কোচ অলিভার কার্টজ, পিটার গেরহার্ড ও লুগার বিশম্যান। একাধিক কোচকে কীভাবে দায়িত্ব দেবেন? এমন প্রশ্নের উত্তরে মুনির বলেন, ‘কেউ বসে থাকবেন না। সবাইকেই কোচিংয়ের দায়িত্ব দেয়া হবে। তবে অলিভার থাকবেন প্রধান কোচ, লুগারকে দায়িত্ব দেয়া হবে বয়সভিত্তিক দলের এবং তিনি হকির উন্নতিতে পরিকল্পনা প্রণয়ন করবেন অর্থাৎ টেকনিক্যাল দিকটি দেখবেন লুগার। আর পিটারের ব্যাপারটি এখন বলা যাবে না। তবে তিনিও থাকছেন। এছাড়া আরো দুই বিদেশি কোচ তালিকায় আছেন। তাদের একজনকে নিয়োগ দেয়া হবে ভিডিও অ্যানালাইজার হিসেবে। তবে সবাইকে উপরোক্ত শর্ত মানতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন