বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে চারটি ফার্মেসিকে জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৪৩ পিএম

টাঙ্গাইলের সখিপুরে মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) বেলা এগারটার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারটি ফার্মেসিকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তাবাসসুম প্রভা। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও যৌন উত্তেজক ওষুধ এবং লাইসেন্সবিহীন অনানুমোদিত ,সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে রাখার দায়ে চারটি ওষুধ এর দোকান কে জরিমানা করা হয় ।দোকানগুলো হলো, আল-মদিনা ড্রাগ হাউস ৫০ হাজার টাকা, আল মক্কা মেডিকেল হল ৪০হাজার টাকা, ডক্টর ফার্মা ৩ হাজার টাকা, ইতি ফার্মেসি ২ ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইতি ফার্মেসি২ লাইসেন্স না থাকায় লাইসেন্স না করা পর্যন্ত বন্ধ থাকবে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তাবাসসুম প্রভা বলেন,সখিপুর সদরের চারটি ওষুধের দোকানে কে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ইতি ফার্মেসি ২ লাইসেন্স না করা পর্যন্ত বন্ধ থাকবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন