বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহতের ঘটনায় প্রেসক্লাবের প্রতিবাদ সভা, মামলা দায়ের

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০৭ পিএম

শেরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি এস এম জুবায়ের আহতের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন। সেইসাথে ঘটনার মূল হোতা ছাত্রলীগ নেতা মুরশিদসহ অন্য আসামিদের গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। এছাড়া আগামী ২০ ফেব্রুয়ারি পুলিশ সুপার, জেলা প্রশাসক, ডিআইজি, বিভাগীয় কমিশনার ও জাতীয় সংসদের হুইপ বরাবর স্মারকলিপি প্রদানসহ আগামী ২২ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে ওই হামলার ঘটনায় গতকাল রাতেই ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দসহ ১২ জনকে স্ব-নামে এবং অজ্ঞাতনামাসহ ৩৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে শহরের পূর্বশেরী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ডিবিসির প্রতিনিধি এসএম জুবায়েরের উপর হামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন