শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৪৫ দেশ নিয়ে আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর মহড়া

যৌথ নৌ-মহড়া শুরু করছে ইরান-রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

আরব সাগরে ৪৫টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। সপ্তাহব্যাপী এই সামরিক মহড়ায় রাশিয়া ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো অংশগ্রহণ করেছে। প্রায় এক দশকের মধ্যে ন্যাটো সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় রাশিয়া অংশগ্রহণ করায় এটিকে তাৎপর্যপ‚র্ণ বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানায়, ‘শান্তির সঙ্গে একসাথে’ শ্লোগানে এই মহড়া মঙ্গলবার সমাপ্ত হয়। এর উদ্দেশ্য হলো নৌদস্যু, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, মহড়ায় ৪৫টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করায় অনেক দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে। সর্বশেষ ২০১১ সালে স্পেন উপক‚লে বোল্ট মোনার্স নামে একটি যৌথ মহড়ায় ন্যাটো এবং রাশিয়া অংশগ্রহণ করে। এদিকে, মঙ্গলবার থেকে যৌথ নৌ-মহড়া শুরু করছে ইরান এবং রাশিয়া। দুই দেশের অংশগ্রহণে শুরু হয়েছে এ মহড়া। মহড়ার নাম দেয়া হয়েছে ‘দ্যা মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ’। উত্তর ভারত মহাসাগরে নৌ-মহড়া মুরু করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি। তিনি জানিয়েছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এ মহড়া চালানো হচ্ছে। মূলত শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে এই যৌথ মহড়া শুরু করতে যাচ্ছে ইরান ও রাশিয়া। এ মহড়ায় ইরান এবং রাশিয়ার নৌ-বাহিনী অংশ নিবে। এছাড়াও তাদের সঙ্গে যোগ দেবে ইরানের বিমানবাহিনীর একটি অংশ। এবারের মহড়ায় যোগ দেয়ার জন্য ইতোমধ্যে একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার পাঠিয়েছে রাশিয়া। সিনহুয়া নেট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন