শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লিবিয়া উপকূলে ৩১৮ অবৈধ অভিবাসী উদ্ধার

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৬০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

কঙ্গোর পশ্চিমাঞ্চলী এলাকায় কঙ্গো নদীতে প্রায় ৭০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৩০০ জনকে। স্থানীয় সময় সোমবার রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি। মন্ত্রী আরও জানান, নৌকাটিতে প্রায় ৭০০ যাত্রী ছিল। তাদের মধ্য থেকে ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপ‚র্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী। এছাড়া মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আনাদোলু এ খবর জানায়। অপরদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার জানিয়েছে, গত সপ্তাহে লিবিয়ার উপক‚ল থেকে তিন শ’র বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার। জাতিসঙ্ঘ অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ থেকে ১৫ ফেব্রæয়ারি এই সাতদিনে ৩১৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয় বা সমুদ্র পথে অন্য কোনো দেশে যাওয়া ঠেকিয়ে দিয়ে তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হয়।’ আনাদোলু, সিনহুয়া।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন