বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যে কারণে ক্ষমতাগ্রহণ করার প্রায় ১ মাস হয়ে গেলেও বাইডেনের ফোন পাননি নেতানিয়াহু!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০০ পিএম

ক্ষমতা নেওয়ার পর নতুন মার্কিন প্রেসিডেন্টদের ফোনলিস্টে সাধারণত সবার উপরে যে কয়জনের নাম থাকে, তাদের একজন ইসরায়েলের সরকার প্রধান। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দহরম মহরম সম্পর্কের কারণে সেই ‘ঐতিহ্য’ ভেঙেছেন বাইডেন। সম্ভবত বাইডেনের আচরণে এটিও প্রভাবক হিসেবে ভূমিকা রাখছে। -সিএনএন, টাইমস অব ইসরায়েল

এক দশক ধরে নেতানিয়াহুকে চেনেন বাইডেন। একবার তিনি লিখেছিলেন, ‘বিবি, তুমি যেই ফালতু কথাগুলো বলো আমি তারসঙ্গে একমত নই। কিন্তু আমি তোমাকে ভালোবাসি।’ সেই বাইডেন তার প্রিয় বিবিকে কেনো ফোন করছেন না, সে ব্যাপারে মুখ খুলেনি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এই ব্যাপারে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্লিজ অপেক্ষা করুন। ফোন শিগগিরই যাবে।’ ইসরায়েলি জনগণ আর গণমাধ্যমগুলোর শঙ্কা, তাদের প্রতি মার্কিন সর্বোচ্চ পদের বিশেষ স্নেহ বোধহয় এবার কমতে বসলো। তারা রীতিমতো ভয় পাচ্ছেন যে, এজন্য তাদের নতুন সংকটে পড়তে হয় কি না। কারণ, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে ক্ষমতার হুঙ্কার, তার পেছনে আছে এ ধরনের অপত্য স্নেহ থেকে পাওয়া সাহস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন