শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় স্কুল ছাত্র সিয়াম হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস ঃ বগুড়ায় সাত বছরের তৃতীয় শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্র শাহরিয়ার নাফিজ ওরফে সিয়ামকে অপহরণ, মুক্তিপণ ও হত্যার অভিযোগে আল আমিন ওরফে সোহাগ (১৯) নামে এক যুবককে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। বগুড়ার জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
নিহত সিয়াম বগুড়া সদরের পুরান বগুড়া এলাকার সিএনজি অটোরিক্সা চালক মোঃ বেল্লাল রহমানের পুত্র। রায় ঘোষণার পর  সিয়ামের বাবা মোঃ বেল্লাল রহমান সাংবাদিকদের জানান, ২০১৪ সালের ১৭মে বিকেল আনুমানিক সাড়ে ৫টায় বাসার সামনে শাহরিয়ার নাফিজ সিয়াম খেলছিল। এ সময় তাকে ফুসলিয়ে অপহরণ করা হয়। অপহরণের পর ওই রাতেই অপহরণকারী মোবাইল ফোনে জানায়, সিয়ামকে অপহরণ করা হয়েছে। ৩ লাখ টাকা মুক্তিপণ না দিলে সিয়ামকে হত্যা করা হবে। তাদের ফোনে তিনি (সিয়ামের বাবা) জানান, আমি গরিব মানুষ। আমার কাছে অতো টাকা নাই। আমি ১০ হাজার টাকা দিব। তখন অপহরণকারী বলে ওকে অপহরণ করতে আমার ৬০ হাজার টাকা খরচ হয়েছে। তাই ১০ হাজার টাকায় হবে না। রাতে আবারো অপহরণকারীর সাথে ফোনে কথা হলে ৮০ হাজার টাকায় সিয়ামকে আমার হাতে তুলে দিবে বলে জানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন